রোববার (৯ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনি চাঁদপুর জেলার মতলব উপজেলার মামুন মিয়ার মেয়ে।
নেত্রকোনা পৌর কাউন্সিলর আমির বাশার বাংলানিউজকে জানান, সম্প্রতি রাজুর বাজার রেললাইনের কাছে কিছু বেদে দল আশ্রয় নিয়েছে। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে রেললাইনের পাশের ডোবার পানিতে ডুবে যায় মনি। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আরবি/