ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় ডোবার পানিতে ডুবে মনি আক্তার (১৪ মাস) নামে একটি বেদে শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনি চাঁদপুর জেলার মতলব উপজেলার মামুন মিয়ার মেয়ে।

নেত্রকোনা পৌর কাউন্সিলর আমির বাশার বাংলানিউজকে জানান, সম্প্রতি রাজুর বাজার রেললাইনের কাছে কিছু বেদে দল আশ্রয় নিয়েছে। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে রেললাইনের পাশের ডোবার পানিতে ডুবে যায় মনি। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।