রোবাবর (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় তাওহিদ ফুয়েল অ্যান্ড সার্ভিস সেন্টার লিমিটেডে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ বাংলানিউজকে জানান, রাতে ওই ওয়ার্কশপে একটি জিপ গাড়ির সার্ভিসিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
এসময় গাড়িটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে আগুনে গাড়িটির অনেকাংশ পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে ওই ওয়ার্কশপের দুই শ্রমিক সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাওহিদ ফুয়েল অ্যান্ড সার্ভিস সেন্টার লিমিটেডের মালিক কে এম আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরবি/এএটি/