প্রতিদিন ভোরে শিশুদের ঘুম না ভাঙতেই মা শাহিনুর বেগমকে জীবনসংগ্রামে কর্মস্থলে আসতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি।
সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর শহরের মাস্টার কলোনিতে শাহিনুর বেগম ও তার শিশু সন্তানদের সঙ্গে দেখা হয়। কথা হয় তার সাথে।
জানতে চাইলে শাহিনুর বেগম জানালেন তার কঠিন জীবনসংগ্রামের কাহিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভুতি গ্রামে তার বাড়ি। অসুস্থ্ স্বামী আবদুর রহিম। তিন মেয়ে, এক ছেলে নিয়ে তার সংসার। রিকশাচালক স্বামী গত চার বছর ধরে রোগে ভুগছেন। স্বামী কাজকর্ম করার ক্ষমতা হারানোর পর তাকেই ধরতে হয়েছে সংসারের কঠিন হাল। অসুস্থ্ স্বামী আর সন্তানদের জীবন বাঁচাতে ভোর থেকে রাত পর্যন্ত তাকে টানা খাটুনি খাটতে হয়।
বললেন, কাজে আসতে খুব ভোরে যখন বাড়ি থেকে বের হয়েছি তখন মেয়ে বৃষ্টি, ছেলে সাইমুন ঘুমে ছিলো।
মেয়েকে জোর করে জাগাতে হয়েছে। মেয়েটাকে আনতে হয় ছেলেটাকে দেখে রাখতে। আমি কাজ করি আর মেয়ে ছেলেটাকে দেখে রাখে। একারণে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না। ঘুম না ভাঙতেই তাদের সঙ্গে নিয়ে আসতে হয়।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জেএম