ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিলাসবহুল গাড়ি ফেলে মালিক লাপাত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিলাসবহুল গাড়ি ফেলে মালিক লাপাত্তা হাতিরঝিলে ফেলে যাওয়া পোরশে গাড়ি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ফেলে যাওয়া একটি বিলাসবহুল পোরশে গাড়ি জব্দ করা হয়েছে। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলানিউজকে গাড়ির উদ্ধারের খবর নিশ্চিত করেন। শুল্ককরাদিসহ গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

তিনি জানান, হাতিরঝিলে ফেলে যাওয়া একটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটির ভেতরে চাবি পাওয়া গেছে। জব্দ করা গাড়িতে পাওয়া চিঠি।  ছবি: বাংলানিউজ

ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। তাতে লেখা আছে, গাড়ির মালিক স্বেচ্ছায় শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তরের ইচ্ছায় গাড়িটি এখানে রেখে গেলো।

মইনুল খান আরো বলেন, গাড়ি ফেলে রাখার খবর পেয়ে হাতিরঝিলে সকাল পৌনে ১০টায় গিয়ে দেখা যায়, মধুবাগ সংলগ্ন ব্রিজের উপর গাড়িটি পড়ে আছে।

চেচিস নম্বার পরীক্ষা করে দেখা গেছে, গাড়িটি কার্নেট সুবিধায় আনা হয়েছে। ২০১০ সালে ইংল্যান্ডের নাগরিক মিসেস ফরিদা রশিদ গাড়িটি চট্টগ্রাম পোর্ট দিয়ে আমদানি করেন। শুধু তাই নয়, গাড়িটি ৩ মাস পরে শুল্ক গোয়েন্দার কাছে ফেরত দেওয়ার কথা ছিলো। কিন্তু ব্যবহারকারী ফেরত না দিয়ে দীর্ঘ ৭ বছর ধরে গাড়িটি অবৈধভাবে ব্যবহার করছিলেন। শুল্ককরাদিসহ গাড়িটির দাম প্রায় ৪ কোটি টাকা।

এছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়িটি ব্যবহার করায় ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।      

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসজে/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।