পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা সদরের বাজারে আগুন লেগে ২১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (১০ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আজাহার উদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে ইন্দুরকানি বাজারের একটি হোটেলের জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর সদর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাজারের ২১টি দোকান মালপত্রসহ পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।