ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

যারা বলে দেশ বিক্রি করে গেলাম তারা অর্বাচীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
যারা বলে দেশ বিক্রি করে গেলাম তারা অর্বাচীন বক্তব্য রাখেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার দিকে ইঙ্গিত করে বলেছেন, যারা বলে আমরা দেশ বিক্রি করে গেলাম তারা অর্বাচীন।

চার দিনের নয়াদিল্লি সফরের চতুর্থ ও শেষ দিন সোমবার (১০ এপ্রিল) দুপুরে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা বলেন। দিল্লির হোটেল তাজ প্যালেসের শাহজাহান হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

প্রধানমন্ত্রী বলেন, যারা বলেন, আমি দেশ বিক্রি করতে এসেছি, তারা অর্বাচীন অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বলে গেছেন, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বন্ধুত্ব করে যা সমাধান করা যায়, তা ঝগড়া করে সম্ভব নয়।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী থাকলে একটু-আধটু সমস্যা থাকবে। কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সব সমাধান করছি। যেভাবে পদ্মার পানি বণ্টন আর স্থল সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।

বাংলাদেশ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে যোগাযোগাগের যে পথগুলো খোলা ছিল তার সবগুলো চালু করার চেষ্টা চলছে।

তিনি দেশে দারিদ্র্যের হার হ্রাসের ব্যাপারে বলেন, আমাদের দেশের মানুষ লড়াই করতে জানে। পাঁচ কোটি মানুষ আজ দারিদ্র্যসীমা থেকে উঠে এসেছে।

তিনি তার সঙ্গে যাওয়া ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, আমার সঙ্গে বাংলাদেশি যতো ব্যবসায়ী আসতে চেয়েছিলেন সবাইকেই এনেছি। আশা করি আপনারা এ সফরের বাইরে গিয়ে কিছু বিনিয়োগ খুঁজবেন। শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়লে হবে না, দেখতে হবে দেশের মানুষের ক্রয় ক্ষমতাও যেন বাড়ে।
বক্তব্য রাখেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনেক ধনী ব্যবসায়ী। বিদেশিদের জন্য আমরা ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি। আমরা আপনাদের বিনিয়োগ সফল করতে সবরকম ব্যবস্থা নেবো, আপনারা আসুন।

মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন গোদরেজ গ্রুপের চেয়ারম্যান ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট আদি গোদরেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড অ্যাসোসিয়েশন অ্যাসোচ্যাম’র প্রেসিডেন্ট সন্দীপ জাযোদিয়া, এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক এফআইসিসিআই প্রেসিডেন্ট হর্ষ মারিওয়ালা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭/আপডেট ১২৫৯ ঘণ্টা
কেজেড/জেডএস/এইচএ/

আরও পড়ুন
** তিস্তায় মোদিতে ভরসা ‘পাতা নেহি দিদিমনি কেয়া করেগি’
** প্রণবের সঙ্গে ৭১’র স্মৃতিচারণ, প্রশংসায় সোনিয়া
** হাসিনা-প্রণব সাক্ষাৎ, এরপর নৈশভোজে
** শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সোনিয়া-রাহুল
** নৈশভোজে হাসিনার জন্য ব্যস্ত ৩২ পাচক​
** আজমীর শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী​
** সকালে আজমীর যাচ্ছেন হাসিনা, সন্ধ্যায় প্রণবের নিমন্ত্রণ
** হাসিনা-মমতা সাক্ষাৎ, কথা হলো তিস্তা ও অন্যান্য প্রসঙ্গে
** বাংলাদেশ-ভারত বন্ধন ভ্রাতৃত্বের, যৌথ ঘোষণা
** ভারতীয় সেনাদের আত্মত্যাগে বাংলাদেশ চির কৃতজ্ঞ​
** ৩৬ চুক্তি, সমঝোতা স্মারক সই, এলওসি ৫ বিলিয়ন ডলার

** মুক্তিযোদ্ধাদের জন্য মোদির তিন ঘোষণা
** ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত
** ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় সম্পর্কের সব বিষয় সমন্বয়​
** যে যে বিষয়ে ২২ চুক্তি-স্মারক
** প্রযুক্তিতে দু’দেশের তরুণপ্রজন্মকে যুক্ত করতে হবে

** মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের সম্মাননা দিলো বাংলাদেশ
** ভারত আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী
** এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে
** তিস্তা ‘গুরুত্বপূর্ণ’: মোদি, শিগগির ‘সমাধান’: হাসিনা
** বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
** বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই
** ভারতীয় সেনাদের সম্মাননার সিদ্ধান্ত হৃদয় ছুঁয়েছে
** হিন্দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন 
** গান্ধীজি অনুপ্রেরণার প্রতীক, লিখলেন হাসিনা​
** শেখ হাসিনাকে গার্ড অব অনার নয়াদিল্লিতে
** আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা, একান্ত বৈঠক ও চুক্তি স্বাক্ষর
** হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** আমি অভিভূত, বললেন প্রধানমন্ত্রী
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং

** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ​
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর

** ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা 
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কেজেড/জেডএস​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।