ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে দেশি বন্দুক-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
গাংনীতে দেশি বন্দুক-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার 

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রাম থেকে দেশি বন্দুক ও গুলিসহ ঝন্টু (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৯ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।  

ঝন্টু পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের নাসির উদ্দীনের ছেলে।


 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অস্ত্র ব্যবসায়ী ঝন্টু অস্ত্র নিয়ে রাতে হেমায়েতপুর এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময়  তার কাছ থেকে দেশি বন্দুক ও গুলি জব্দ করা হয়।  

তিনি আরো জানান, ঝন্টু এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তার নামে কুষ্টিয়া সদর, কুষ্টিয়ার মিরপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও গাংনী থানায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।  


ঝন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।  

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানান, সম্প্রতি গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের কামাল হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করতে গিয়ে গ্রেফতার হন একই গ্রামের সাদ্দাম হোসেন। ঝন্টুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনে কামালকে হত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন সাদ্দাম।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।