ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবিতে সাংবাদিকের ওপর হামলার নিন্দা জাবিসাসের

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
শাবিপ্রবিতে সাংবাদিকের ওপর হামলার নিন্দা জাবিসাসের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিক নেতার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজন ও সাধারণ সম্পাদক শরীফুল কবির শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, হামলাকারীরা যে দলেরই হোক না কেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং প্রচলিত আইনে মামলা করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

৮ এপ্রিল (শনিবার) বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসে ঘুরতে আসা এক কিশোরীকে কতিপয় বখাটে কর্তৃক উত্যক্তের খবর পেয়ে ওই দুই সাংবাদিক ঘটনাস্থলে ছুটে যান এবং এর প্রতিবাদ করেন। পরে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।