সার্বজনীন উৎসব বলেই বৈশাখী ফ্যাশনের পোশাক দোকানে তুলেছেন তারা।
নানা বর্ণিল পোশাকের এমন আয়োজনে গরম হয়ে উঠেছে ময়মনসিংহ নগরের বৈশাখী বাজার।
শুরু হয়েছে ধুম বেচাকেনা। কেনাকাটায় মিলছে বৈশাখী মূল্যছাড়ও। নতুন পোশাকে নিজেকে সাজিয়ে পরিবার-স্বজনদের নিয়ে বেড়ানোর প্রস্তুতিও চলছে।
পহেলা বৈশাখ দুয়ারে কড়া নাড়ছে। বর্ষবরণের বেচাবিক্রি জমে উঠেছে আরো সপ্তাহখানেক আগেই। নগরের প্রতিটি বিপণী-বিতান ভরে উঠেছে পহেলা বৈশাখের বিভিন্ন আইটেমে।
পহেলা বৈশাখকে ঘিরে আমেজটা অনেকটাই ঈদের মতো। আর তাই পোশাকে নিজেদের সাজাতে কারচুপি ব্লকের থ্রিপিস আর রঙ ব্লকের বুটিক্স রয়েছে তরুণী-রমণীদের পছন্দের তালিকায়। দামও হাতের নাগালে।
বাসা বাড়ি মার্কেটে এমন থ্রিপিস বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ১ হাজার ৫শ‘ টাকায়। আর হেরা মার্কেটে দাম ১ হাজার থেকে ৩ হাজার ৫’শ টাকা।
নারীকে সবচেয়ে সুন্দর মানায় শাড়িতে। শাড়ি নারীকে করে তোলে আকর্ষণীয়। শুধু কী তাই, ঐতিহ্যবাহী এ পোশাকেই ফুটে ওঠে আভিজাত্যও।
বৈশাখে জামদানি ও ইন্ডিয়ান রেশমি কাতান কিনতেই ছুটছেন নারীরা। প্রতিটি বিক্রি হচ্ছে ১ হাজার ২শ’ টাকা থেকে ৬ হাজার টাকায়।
বৈশাখ শুধু বড়দের উৎসবই নয়। এ উৎসব ছোটদেরও। শিশুদের জন্য নতুন জামা-কাপড় কিনতে নিম্ন ও মধ্য আয়ের মানুষও বাচ্চাদের নিয়ে ছুটছেন।
ঘুরে ঘুরে দরদাম করে পছন্দের কাপড় কিনে তবেই বাড়ি ফিরছেন।
নতুনত্ব আর আধুনিকতার পোশাকেও লেগেছে বৈশাখের রঙ। নিজের পছন্দেই নয়, স্বামীর পছন্দেও বৈশাখী পোশাক কিনছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএএএম/আরআইএস/জেডএম