সোমবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান বলেন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) এর জরিপে বলা হয়, গত বছর ২৯২ শিশু হত্যার শিকার হয়।
সরকারের কাছে দাবি জানাচ্ছি, সারাদেশে শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং শিশু হত্যা, ধর্ষণ বন্ধ করে দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
মানববন্ধনে বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, উদয়ন স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমসি/জেডএস