ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লাজুড়ে ওয়েলফেয়ার লটারির নামে জুয়া

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কুমিল্লাজুড়ে ওয়েলফেয়ার লটারির নামে জুয়া কুমিল্লাজুড়ে ওয়েলফেয়ার লটারির নামে জুয়া- ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা মহানগরসহ জেলার প্রায় শতাধিক স্থানে ওয়েলফেয়ার লটারির নামে চলছে অবৈধ জুয়ার ব্যবসা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ প্রতিনিয়ত এই জুয়াচক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে।বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ইপিজেড শ্রমিকদের বেশিরভাগই জুয়ার প্রলোভনে পড়ে ফতুর হচ্ছে। তরুণ বয়সীরা এতে জড়িয়ে পড়ছে বেশি।সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে একাধিক জুয়ার আসর। সেখানে সর্বস্ব হারাচ্ছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির লোকজন।

গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এই জুয়াচক্রের সঙ্গে জড়িত ওয়েলফেয়ার কোম্পানি নামের একটি কোম্পানি। ওই কোম্পানির  দুই চীনা কর্মকর্তাকে আটকও করেছে কোতোয়ালী থানাপুলিশ।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের লাকসাম রোডে ত্রিকাল টাওয়ারের ৮ম তলা ডি-৮ ফ্লাট থেকে তাদের আটক করা হয়। তারা হলেন চীনের বাসিন্দা হো ফেংচাও (যার পাসপোর্ট নং ই-৯৬৫১৯২৭৪), এবং লিউ দা (যার পাসপোর্ট নং জি-৪৪৪৫৫৭৯৬)।

জানা যায়, আটক এই দুই বিদেশির কারোরই  কুমিল্লায় ব্যবসা ও কাজ করার কোনো অনুমতিপত্র নেই। তারা অবৈধভাবে এখানে এ ব্যবসা পরিচালনা করে আসছে।
কুমিল্লাজুড়ে ওয়েলফেয়ার লটারির নামে জুয়া- ছবি: বাংলানিউজ
কুমিল্লা শহরের কান্দিরপাড়ের বিভিন্ন দোকান ও মোড়ে, চকবাজার বাসস্ট্যান্ড, কাঁসারীপট্টি, চর্থা, টমছমব্রিজ, হালুয়াপাড়া, আশ্রাফপুর,  ইপিজেড-এর দুই গেটের সামনেসহ শতাধিক স্থানে লটারি ব্যবসার নামে এ-জমজমাট জুয়া চলছে। প্রত্যেক স্থানে প্রতিদিন লাখ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিট ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা দামে বিক্রি করছে এরা। ২০ টাকার টিকিটে সর্বোচ্চ ১ লক্ষ টাকা, ১০০ টাকার টিকিটে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত টাকা পাওয়ার অফার দেওয়া হচ্ছে। আবার যে ব্যক্তি পাবে তার কাছ থেকে ২০% কর কর্তন করে নেওয়া হয়। ভাগ্য পরিবর্তন ওয়েলফেয়ার নামে একটি কোম্পানি এই ব্যবসা চালিয়ে আসছে। স্বল্প আয়ের মানুষদের লোভের ফাঁদে ফেলে প্রতিদিন এরা হাতিয়ে নিচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা।

এই প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম মোল্লা। তিনি ঢাকা মিরপুর পল্লবীর (রোড নং-১৯/৯) মৃত. নুরুল ইসলাম মোল্লার ছেলে। ২০১৪ সালের ১১ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এইচ ডব্লিউ এইচ ব্যবসার ট্রেড লাইসেন্স নেন নজরুল ইসলাম মোল্লা। সেখানে লাইসেন্সে ব্যবসার ধরন উল্লেখ করা হয় “হেলথ ফেয়ার সার্ভিস নামে। পরবর্তী সময়ে ২০১৫ সালের ৮ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পিবিডিএফ লিঃ নামে আরেকটি ব্যবসার লাইসেন্স নেন। সেখানে ব্যবসার ধরন অনলাইন গেম, ভিডিও গেম, নাম্বার চয়েস গেম বলে উল্লেখ করা হয়। দুটি লাইসেন্সে দু’রকম ছবি দিয়েছেন নজরুল ইসলাম মোল্লা। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে পিবিডিএফ লিঃ নামে আরেকটি ব্যবসার লাইসেন্স নেন। সেখানে ব্যবসার ধরণ “অনলাইন গেম, ভিডিও গেম, নাম্বার চয়েজ গেম ও ওয়েল ফেয়ার টিকিট” উল্লেখ করা হয়।

নজরুল ইসলাম মোল্লার এ ব্যবসা প্রতিষ্ঠানে ১৬ জন মাঠকর্মী রয়েছেন। যাদের মাসিক বেতন ২ লক্ষ ৮৩ হাজার ৫’শ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, মহানগর ছাত্রলীগ ও স্থানীয় কিছু সন্ত্রাসীর ছত্রছায়ায় এ জুয়ার ব্যবসা চারদিকে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে লটারির নামে বিভিন্ন শ্রেণির মানুষের দৈনিক উর্পাজনের টাকা লুটে নিচ্ছেন এ অসাধু ব্যবসায়ীরা।
কুমিল্লাজুড়ে ওয়েলফেয়ার লটারির নামে জুয়া- ছবি: বাংলানিউজ
লটারির টিকেটের গায়ে লেখা আছে, আঠারো বছরের কম বয়সের কেউ এ লটারিতে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল ও কলেজ-পড়ুয়ারা এই লটারির নামের জুয়া খেলায় দলে দলে লিপ্ত হচ্ছে। ইপিজেড-এ কর্মরত স্বল্প আয়ের মানুষ এই লোভনীয় অফারের এই সর্বনাশা জুয়া খেলায় আসক্ত হচ্ছে। এর কুপ্রভাব গিয়ে পড়ছে তাদের পরিবারের উপর। এর পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতাও বাড়ছে।

এ-বিষয়ে ইপিজেড পুলিশফাঁড়ির ইনর্চাজ আজিজুল হক জানান, কিছুদিন আগে এই প্রতিষ্ঠানের দুইজন কর্মচারীকে আটক করা হয়। প্রতিষ্ঠানের  কর্মকর্তারা তাদের ব্যবসার  বৈধতাপত্র দেখিয়েছে। ফলে তাদের ছেড়ে দেওয়া হয়। উচ্চ মহল নির্দেশ না দিলে আমরা প্রতিকার করতে পারবো না।

স্থানীয় সচেতন মানুষরা জানান, লটারির নামে এখানে যে  সর্বনাশা জুয়া চলছে, তা অচিরেই বন্ধ করা দরকার। এই জুয়াখেলা অচিরেই বন্ধ না করা হলে চারপাশে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। বাড়বে সংঘর্ষ। নিঃস্ব হবে সমাজের খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষ। পরিবারগুলো পথে বসবে। ঘরে ঘরে বাড়বে অশান্তি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আটক দুই বিদেশি নাগরিককে  জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।