সোমবার (১০ এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের ৪৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ প্রশ্নোত্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, স্থানীয় অনেক পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি বলেন, মাদক শুধু যাত্রাবাড়ী এলাকায় নয়, পুরো রাজধানীতে অশনী সংকেত ও ভয়াবহ আকার ধারণ করেছে। কোনো পরিবারের কোনো ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায়, তবে সেই পরিবারে অসহনীয় অবস্থা সৃষ্টি হয়।
ডিএসসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে মাদকের বিষয়ে বিভিন্ন বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সিটি করপোরেশন, সিভিল সার্জন, ওয়াসা, ফায়ার সার্ভিস, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ৪৮ নং ওয়ার্ডের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরএটি/জেডএস