ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নাগরপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
নাগরপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে গাছ থেকে পরে মিলন (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলা সদরের উপন্দ্রেনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন উপজেলার কাঠুরী গ্রামের নবীন মিয়ার ছেলে।

সে কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে উপন্দ্রেনগর এলাকার দুর্গা সাহার বাড়ির একটি গাছে ফল পারতে ওঠে মিলন। এসময় পা পিছলে শিশুটি নিচে পড়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।