সোমবার (১০ এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে ৪৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেয়র বলেন, আমি নির্বাচিত হওয়ার আগে আপনাদের কাছে যা ওয়াদা করেছিলাম তা পালনের চেষ্টা করছি।
তিনি বলেন, এই ওয়ার্ডের বিদ্যুৎ, পানি, গ্যাস, ময়লা আর্বজনা এবং ওয়াসার যে সকল সমস্যা রয়েছে আমাদের জানালে, যেগুলো তাৎক্ষণিক সমধান সম্ভব তা তাৎক্ষণিকভাবে এবং যেগুলো সময়ের দরকার তা সময় নিয়ে সমাধান করা হবে।
এ সময় মেয়র এলাকার সাধারণ মানুষের বক্তব্য শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিটি করপোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিস, পুলিশ কর্মকর্তা ও ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরএটি/আরআই