ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীর ৪৮ নং ওয়ার্ডে বসানো হচ্ছে ১৮’শ এলইডি বাল্ব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
যাত্রাবাড়ীর ৪৮ নং ওয়ার্ডে বসানো হচ্ছে ১৮’শ এলইডি বাল্ব  যাত্রাবাড়ীতে জনতার মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন; ছবি- হারুন

ঢাকা: যাত্রাবাড়ীর ৪৮ নং ওয়ার্ডে আগামী জুলাই মাসের মধ্যে জ্বালানি সাশ্রয়ী ১৮’শ এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাল্ব স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে ৪৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মেয়র বলেন, আমি নির্বাচিত হওয়ার আগে আপনাদের কাছে যা ওয়াদা করেছিলাম তা পালনের চেষ্টা করছি।

আগামী জুলাইয়ের মধ্যে যাত্রাবাড়ী ৪৮ নং ওয়ার্ডের রাস্তা ও প্রতিটি বাড়ির অলিগলিতে ১৮’শ এলইডি বাল্ব লাগানো হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী তিনশ’ রাস্তার কাজ আমরা শেষ করেছি। এছাড়া যাত্রাবাড়ীতে আরো বেশ কয়েকটি রাস্তার কাজ চলছে।

তিনি বলেন, এই ওয়ার্ডের বিদ্যুৎ, পানি, গ্যাস, ময়লা আর্বজনা এবং ওয়াসার যে সকল সমস্যা রয়েছে আমাদের জানালে, যেগুলো তাৎক্ষণিক সমধান সম্ভব তা তাৎক্ষণিকভাবে এবং যেগুলো সময়ের দরকার তা সময় নিয়ে সমাধান করা হবে।

এ সময় মেয়র এলাকার সাধারণ মানুষের বক্তব্য শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সিটি করপোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিস, পুলিশ কর্মকর্তা ও ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।