সোমবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকার মৃত কানাইলাল পালের ছেলে। তিনি এক আইনজীবীর সহকারী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দিন বলেন, সকালে রেকর্ড রুমে কর্মরত হাসিবুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে মিলে সাধারণ মানুষের জমির পর্চা তুলে দিতে দালালি করছিলেন অসীম। পর্চা তুলতে মাত্র ২০ টাকা ফি দিতে হয়। অথচ তিনি পর্চা তুলতে সাধারণ মানুষের কাছ থেকে দুই হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে অসীমকে আটক করা হয়।
পরে এসব অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই