ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ধামরাইয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা-ছবি: বাংলানিউজ

ধামরাই: ধামরাইয়ের বাথুলি বাজার এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ এ জরিমানা করেন।

ইউএনও মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, দুপুরে বাথুলি বাজারে হাবিবা বেকারিতে অভিযান চালানো হয়।

এসময় বেকারির ভেতরে অপরিষ্কার ও বিস্কুট, চানাচুরে রঙ-কেমিক্যাল ব্যবহার করায় বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, দোকানের ভেতরে অপরিষ্কার ও দুর্গন্ধ থাকায় ভাই-বোন মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা, বেলিশ্বর মিষ্টি ঘরকে আট হাজার টাকা ও হারাধন মিষ্টির দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।