ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বসুন্ধরা এলপি গ্যাসের ব্যবহার নিয়ে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
খাগড়াছড়িতে বসুন্ধরা এলপি গ্যাসের ব্যবহার নিয়ে কর্মশালা আয়োজিত কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার, এর সুবিধা নিয়ে প্রায় ৮০ জন গৃহিণীর অংশগ্রহণে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার (১২ এপ্রিল) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস মীর টিআই ফারুক রিজভীর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন- ডিভিশনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম, এরিয়া সেলস ইনচার্জ মো. একরামুল হক জুয়েল, ব্যান্ড ডিপার্টমেন্টের মো. স‍াইফুল রহমান আজিমসহ ডিস্ট্রিবিউটররা।



কর্মশালা শেষে অংশগ্রহণকারী গৃহিণীদের মধ্যে বিজয়ী ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ওএইচ/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।