‘মুফতি’ হান্নানের পারিবারিক সূত্র জানায়, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
আব্দুল হান্নান মুন্সীর ছোট ভাই মতিয়ার মুন্সী বাংলানিউজকে জানান, ফাঁসি কার্যকরের পর তার মরদেহ হিরণ গ্রামে নিয়ে আসবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, কারা কর্তৃপক্ষের পাঠানো দেখা করার চিঠি পেয়ে আব্দুল হান্নানের বড় ভাই আলিউজ্জামান মুন্সী, স্ত্রী রুমা বেগম এবং বড় মেয়ে নিশি খানমসহ পরিবারের চার সদস্য বুধবার কাশিমপুর কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। তার ছোট ভাই মতিয়ার মুন্সী এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন।
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলার পাঁচ আসামির মধ্যে মুফতি আব্দুল হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ডাদেশ এবং মহিবুল্লাহ ও আবু জান্দাল নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
আরও পড়ুন
** ‘মুফতি’ হান্নানের সঙ্গে দেখা করলেন দুই জঙ্গি সহোদরও
** কারাগারে ‘মুফতি’ হান্নানের সঙ্গে দেখা করলেন স্বজনরা
** ‘মুফতি’ হান্নানের সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনরা
** ‘মুফতি’ হান্নান-বিপুলের স্বজনদের ডাকা হয়েছে কারাগারে
** ঢাকায় আসছেন মুফতি হান্নানের পরিবার
** জঙ্গি রিপনের সঙ্গে বাবা-মায়ের শেষ সাক্ষাৎ
** জঙ্গি রিপনের প্রাণভিক্ষা নাকচের চিঠিও কারাগারে
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসআই/এএসআর