বুধবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা হাসপাতালের সুপার ডা. আনন্দ মোহন সাহাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
খুমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. শাফাত আলদীন অমি বাংলানিউজকে বলেন, খুমেক হাসপাতালের ১৩০ ইন্টার্ন চিকিৎসক গত তিন মাস যাবত তাদের সম্মানিভাতা পান না।
গত ৮ এপ্রিল তিনি বলেন, ১২ এপ্রিল সব ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ করবেন। কিন্তু সকালে ইন্টার্ন চিকিৎসকরা যোগাযোগ করলে তাদের জানানো হয় বেতন-ভাতা তিনি দিতে পারবেন না। পরে সব ইন্টার্ন চিকিত্সক হাসপাতাল তত্ত্বাবধায়কের রুম দুপুর আড়াইটা পর্যন্ত ঘেরাও করে রাখেন।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের পর অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় একই দাবিতে মানববন্ধন করবেন তারা। যতক্ষণ পর্যন্ত বকেয়া সম্মানি না দেওয়া হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের ফলে খুমেকের রোগীরা ভোগান্তিতে পড়েন। ব্যাহত হয় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমআরএম/আরআইএস/এএ