বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টায় তাড়াশের মাধাইনগর কলেজ মাঠে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভান্টেজ পিপল ডিপিপি'র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, একশনএইডের প্রোগ্রাম অ্যাসোসিয়েট মৌশান ফাতেমা প্রমুখ।
বেসরকারি সংস্থা ডিপিপি'র আয়োজনে ও একশনএইডের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে মাধাইনগর ও দেশীগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে চারশ আদিবাসী শিশু-কিশোররা অংশ নেয়।
ডিপিপি'র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা জানান, আধুনিকতার ছোঁয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। তাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ