নড়াইল: বৈশাখী মেলার চাঁদা না দেওয়ায় নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানকে পিটিয়ে আহত করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানের কাছে বৈশাখী মেলা উপলক্ষে পাঁচ হাজার টাকা দাবি করেন স্থানীয় আব্দুর রাজ্জাকসহ তার লোকজন।
বুধবার বিদ্যালয়ে গিয়ে আব্দুর রাজ্জাকসহ তার লোকজন কামরুজ্জামানের কাছে চাঁদা দাবি করেন। কামরুজ্জামান চাঁদা দিতে অস্বীকার করায় তাকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, বৈশাখী মেলার জন্য পাঁচ হাজার টাকা দাবি করে না দেওয়ায় তাকে লাঞ্চিত করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।