বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।
ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, জেলা মারমা সংস্কৃতি সংস্থার (মাসাস) সাধারণ সম্পাদক মংউচিং মারমা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ।
দীপংকর তালুকদার বাংলানিউজকে বলেন, পাহাড়ে আজ আনন্দের জোয়ার বইছে। সব সম্প্রদায় আনন্দে উল্লাস করছে। এ দিনের মতো সারা বছর পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির বন্ধন অটুট থাকুক এটাই প্রত্যাশা।
পরে ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য, বোতল নৃত্য এবং ফুল নৃত্য পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের পাঞ্চনসহ (পাঁচন) বিভিন্ন পিঠা-পুলি খাওয়ানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরবি/