হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এ হোটেলের কার্যক্রম শুরু হবে চলতি বছরের শেষের দিকে।
বুধবার (১২ এপ্রিল) রাজধানীর লেকশোর হোটেল মিলনায়তনে ডুসিট ইন্টারন্যাশনাল ও লেকশোর হোটেল'স লিমিটেডের সঙ্গে এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেকশোর হোটেলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী তারেক শামস এবং ডুসিট ইন্টারন্যাশনালের পক্ষে চিফ অপারেটিং অফিসার লিম বুন কুই এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩ তলা বিশিষ্ট এ হোটেলে অতিথিদের জন্য থাকছে ৮০টি স্টাইলিশ রুম, অল ডে ডাইনিং রেস্টুরেন্ট, একটি গ্রাব অ্যান্ড গো আউটলেট, মিটিং রুম, রুফটপ সুইমিংপুলসহ বিনোদন সুবিধা। হোটেলে অভিজাত শ্রেণীর পাশাপাশি মধ্যবিত্ত গ্রাহকদের জন্যও থাকছে সব ধরনের সুযোগ-সুবিধা।
থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ডুসিট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার লিম বুন কুই বলেন, ডুসিট প্রিন্সেসের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নতুন ফ্রাঞ্চাইজ মডেল তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।
ডুসিট ইন্টারন্যাশনাল বিশ্বে ২৯টি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ডুসিট থানি, ডুসিট ডিটু এবং ডুসিট দেবরানা।
এছাড়া আগামী ৩ বছরে অস্ট্রেলিয়া, ভুটান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কাতার, সৌদি-আরব, সিঙ্গাপুর, তুরস্কসহ বিভিন্ন দেশে ৫১ টি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এএম/ওএইচ/বিএস