ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রামেন্দু মজুমদার। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাঙালির শেকড় বা মূলের জায়গা নিয়ে নতুন প্রজন্মকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাট্যদল থিয়েটার আগামী পহেলা বৈশাখে তিনটি নাটক মঞ্চায়ন করবে।

এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে নাট্যদল থিয়েটার ও বিবিএস কেবলস।

রামেন্দু মজুমদার বলেন, সমসাময়িক বাঙালির শেকড় বা মূলের জায়গায় নানা উপায়ে নানা দিক থেকে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। তাই এখন থেকে আমাদের আরও বেশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি জাতির অস্তিত্ব মাথায় রেখে নাটক মঞ্চায়ন করা। এবার বৈশাখে যে নাটকগুলো মঞ্চায়ন করা হবে সেগুলো জাতির অস্তিত্বের কথা চিন্তা করে বাছাই করা হয়েছে। তিনটি নাটকে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও প্রকৃতি প্রধান উপজীব্য।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখে বেইলি রোড নাটক স্মরণিতে অবস্থিত মহিলা সমিতি মঞ্চে বেলা ১১টায় সৈয়দ শামসুল হকের রচিত ও আব্দুল্লাহ আল মামুন নির্দেশিত নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'  মঞ্চায়ন করা হবে। বিকেল সাড়ে ৫টায় সাম্প্রতিকতম প্রযোজনায় 'মায়ানদী' এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ‘মেরাজ ফকিরের মা’ নাটকটি মঞ্চায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএস কেবলসের এমডি ইঞ্জি. আবু নোমান হাওলাদার ও বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনস লিমিটেডের পরিচালক সৈয়দ আপন আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএ/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।