ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ: ট্রেন পোড়ানো ও ভাঙচুরের তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।

এর আগে টুকুর আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা ও নাজমুল ইসলাম তিনটি মামলায় জামিন আবেদন করেন।

আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) এসআই জাহিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টুকু। এসময় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান। ১১ এপ্রিল ভোরে নিরাপত্তাজনিতকারণে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।