ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন ফের স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন ফের স্থগিত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মেলেন আবারও স্থগিত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৫ এপ্রিল) এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চীনু।

তিনি জানান, বুধবার দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোবাইল ফোনে অনিবার্য কারণবশত: এ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর পর গত বছর দু’দফায় সম্মেলনের তারিখ ঘোষণা হয়। কিন্তু নির্ধারিত তারিখের আগ মুহূর্তেই ওই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।