ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কাশিমপুরে এক মঞ্চে ফাঁসি ‘মুফতি’ হান্নান-বিপুলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
কাশিমপুরে এক মঞ্চে ফাঁসি ‘মুফতি’ হান্নান-বিপুলের

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে: নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘মুফতি’ আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর হবে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা ‘মুফতি’ হান্নান ও বিপুলকে রাখা হয়েছে এ কারাগারের কনডেম সেলে। তাদেরকে একই ফাঁসির মঞ্চে পাশাপাশি ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে বলে নিশ্চিত করেছে কারাসূত্র।

ফাঁসির প্রস্তুতি দেখতে ইতোমধ্যেই কারাগারে পৌঁছেছেন ঢাকা জেলার কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) তৌহিদুল ইসলাম। বুধবার (১২ এপ্রিল) বিকেলে তিনি কারাগারে ঢোকেন। সন্ধ্যার মধ্যে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন)  ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কারাগারে আসবেন বলেও জানিয়েছে কারাসূত্র।

এদিকে  ‘মুফতি হান্নানের সঙ্গে দু’দফায় তার স্বজনেরা শেষ দেখা করলেও বিপুলের স্বজনেরা এখনও কারাগারে আসেননি। তবে তাদের দু’জনেরই ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছে কারাসূত্র।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা দেলোয়ার হোসেন রিপনের সঙ্গে দু’দফায় শেষ দেখা করে গেছেন তার বাবা-মা ও স্বজনেরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এজেডএস/এসজেএ/আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।