ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

‘যে কোনো মুহূর্তে ফাঁসি ‘মুফতি’ হান্নানের’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
‘যে কোনো মুহূর্তে ফাঁসি ‘মুফতি’ হান্নানের’

ঢাকা: যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যার চেষ্টায় মৃত্যুদণ্ডে দণ্ডিত জঙ্গি নেতা ‘মুফতি’ হান্নানের ফাঁসি।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফাঁসি কার্যকরের প্রক্রিয়া চলছে।

যে কোনো মুহূর্তে ফাঁসি কার্যকর হতে পারে। আসামি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করেছিলো তবে তা নাকচ হয়ে গেছে। তাই ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।