ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় আউশ চাষে প্রণোদনা পেলেন ১৫০ জন কৃষক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
নলডাঙ্গায় আউশ চাষে প্রণোদনা পেলেন ১৫০ জন কৃষক আউশ চাষে প্রণোদনা পেলেন ১৫০ জন কৃষক-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় আউশ আবাদে কৃষি প্রণোদনা সুবিধা পেলেন ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা প্যাকেজ খরিপ-১ এর আওতায় ২০১৭-১৮ মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সুবিধা দিয়েছে।
 
বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা কর্মসূচির এসব উপকরণ বিতরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।


 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, পৗরসভার মেয়র শফির উদ্দিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা ও জেলা পরিষদ সদস্য রঈচ উদ্দিন রুবেল প্রমুখ।
 
আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা খরিপ-১ প্যাকেজ ২০১৭-১৮ এর আওতায় এ উপজেলায় ১৫০ জন কৃষককে এ সুবিধা দেওয়া হচ্ছে।
 
এসময় প্রত্যেক কৃষককে বিনামূল্যে পাঁচ কেজি করে বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি করে ডিএপি ও পটাশ সার এবং সেচ সুবিধা বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪শ’ টাকা করে দেওয়া হয়েছে।
 
পরে সংসদ সদস্যের নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে ২৩ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।