ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

প্রস্তুত জল্লাদ ফারুক, জঙ্গি রিপনের ফাঁসি রাতেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
প্রস্তুত জল্লাদ ফারুক, জঙ্গি রিপনের ফাঁসি রাতেই

সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে: সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি বুধবার (১২ এপ্রিল) রাতেই কার্যকর করা হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা রিপনকে এ কারাগারের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কার্যকর হবে মৃত্যুদণ্ডাদেশ।

ফাঁসি কার্যকর করবেন জল্লাদ ফারুক।

তার সহযোগী থাকবেন আরও চার জল্লাদ এবং নতুন হিসেবে আরও ৬ জনকে সহযোগিতার জন্য দেওয়া হচ্ছে। জল্লাদ ফারুক ৮৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি।

বুধবার বিকেলে জেল সুপার ছগির মিয়া বাংলানিউজকে জানান, ১২ এপ্রিল রাত ১২টা ০১ মিনিটে বা ১৩ এপ্রিলের প্রথম প্রহরে ফাঁসি কার্যকর করা হবে। এর সকল প্রস্তুতি শেষ হয়েছে। জোরদার করা হয়েছে কারাগার ও এর আশপাশের এলাকার নিরাপত্তা।

তিনি বলেন, সন্ধ্যায় রিপনের বাবা-মাসহ স্বজনদের আবারো শেষ সাক্ষাৎ করার কথা রয়েছে। তারা এলে দেখা করিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।