ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৭ মোটরসাইকেল চালককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
নারায়ণগঞ্জে ৭ মোটরসাইকেল চালককে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে আটক দু’টি টেম্পো ও সাত মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হোসেন মোহাম্মদ আল জোনায়েদ এ জরিমানা করেন। এসময় দু'টি টেম্পোকে দুই হাজার টাকা ও সাত মোটরসাইকেল চালককে দুই হাজার আটশো টাকা করে জরিমানা করা হয়।

এদিকে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে নগরীর চাষাঢ়া মোড় ও আশপাশের এলাকা থেকে সটকে পড়ে ফিটনেসবিহীন টেম্পো, বেবিট্যাক্সি, লেগুনা। এছাড়া চাষাঢ়া এলাকা দিয়ে চলাচলকারী গণপরিবহনগুলোর চালকদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।