মুন্সীগঞ্জ: পুলিশের কাজে বাধা দেওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইউপি চেয়ারম্যানের ছেলে ও ভাগ্নেকে আটক করেছে পুলিশ। বুধবার (১২) বিকেলে আদালতের মাধ্যমে তাদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মর্জিনা বেগমের ছেলে গোলাম মারুফ (১৯) ও ভাগ্নে সাইদকে (২০) আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বালুয়াকান্দি ইউনিয়নের তেতইতলার দড়িগাঁও গ্রামে ৫-৭টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দিদারকে উপ পরিদর্শক (এসআই) আশাদুজ্জামানসহ একদল পুলিশ গ্রেফতার করতে যায়।
এ সময় চেয়ারম্যান মর্জিনা বেগমের ছেলে গোলাম মারুফ ও ভাগ্নে সাইদ তাতে পুলিশকে বাধা দেন। মাদক ব্যবসায়ী দিদারকে আটকের সময় বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। তাদের বাধার কারণে মাদক ব্যবসায়ী দিদার পালিয়ে যায়। পরে এ ঘটনায় চেয়ারম্যানের ছেলে ও ভাগ্নেকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত গোলাম মারুফ ও সাইদের জামিন নামঞ্জুর করে আতালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৩টার দিকে তাদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।