উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনদীপ ঘরাইয়ের ব্যক্তিগত উদ্যোগে পার্কের আদলে তৈরি করা হয়েছে এই ‘স্বাধীনতা অঙ্গন’।
অর্থনৈতিক সীমাবদ্ধতা স্বত্ত্বেও সরকারি ও মনদীপ ঘরাইয়ের ব্যক্তিগত সহায়তায় কর্মকর্তা-কর্মচারীদের ই-হাজিরা, ওয়াইফাই জোন, সিসিটিভি, অফিসের দেওয়ালে নামজারি বোর্ড, মিসকেস বোর্ড টানানো হয়েছে।
অভয়নগর ভূমি অফিসে কর্মরত একাধিক কর্মকর্তা-কর্মচারী বাংলানিউজকে বলেন, স্যার মার্চ মাসে ফরিদপুরের এনডিসি পদ থেকে পদোন্নতি পেয়ে এই অফিসে যোগদান করেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে তার পরিকল্পনার কথা জানান। কর্মকর্তারা আরও বলেন, স্যারের বাবা ৮নং সেক্টরে যুদ্ধ করেছেন। শতভাগ স্বচ্ছতার সঙ্গে জনবান্ধব ভূমি অফিসে রূপান্তরের স্বপ্ন দেখেন স্যার।
মনদীপ ঘরাই বাংলানিউজকে বলেন, তরুণ প্রজন্মকে দেশের শত্রুমুক্ত প্রথম জেলা যশোরের মুক্তিযুদ্ধের সচিত্র ইতিহাস জানাতে এ উদ্যোগ নিয়েছি। ভূমি অফিসের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এসব কার্যক্রম জনবান্ধব ভূমি অফিস গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১১ এপ্রিল) যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ‘স্বাধীনতা অঙ্গন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন মিয়াসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ইউজি/আরআর/আরআই