ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণের দাবি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণের দাবি  সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণের দাবি 

ঢাকা: প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ তৈরির সময় যাত্রী প্রতিনিধি না থাকায় তাদের স্বার্থ উপেক্ষিত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন শঙ্কা প্রকাশ করে সংগঠনটি।  

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থ বিবেচনা করে পরিবহন খাতের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় যাত্রী সমিতির প্রতিনিধিদের ডাকা হতো।

কিন্তু সড়ক পরিবহন আইন-২০১৭ প্রণয়নে যাত্রী প্রতিনিধিদের রাখা হয়নি। এ আইনে যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে।

তিনি বলেন, হাইকোর্ট সড়ক দুর্ঘটনার একটি মামলা নিষ্পত্তি করে অপরাধীদের ৭ বছরের কারাদণ্ড বহাল রেখে বলেছিলেন, ‘এই শাস্তিও যথেষ্ট নয়’। অথচ সড়ক পরিবহন আইন ২০১৭-এ সড়ক দুর্ঘটনা মামলায় শাস্তি ৩ বছরের কারাদণ্ড রাখা হয়েছে। এতে সড়কে যে মৃত্যুর মিছিল চলছে তা কোনভাবেই থামানো সম্ভব হবে না।

মোজাম্মেল আরও বলেন, সরকার-মালিক-যাত্রীদের অংশগ্রহণে ‘সড়ক দুর্ঘটনা ব্যবস্থাপনা তহবিল’ গঠনের জন্য আইনে একটি বিধান রাখার কথা আমরা জানিয়েছিলাম। কিন্তু সেটা রাখা হয়নি। এ ধরনের তহবিল গঠন করলে সেখান থেকে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও নিহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হতো।

পরিবহনে সরকারি-বেসরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ড. মো. মাহবুবুর রহমান, পিএসসি’র প্রাক্তন চেয়ারম্যান একরাম আহমেদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১২,২০১৭
এমএ/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।