বুধবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন-উর-রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন, হল সুপার কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম, অভিভাবকদের মধ্যে কৃষিবিদ মো. ফেরদৌস আলম, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষে ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তফা তারেক চৌধুরী, বিদেশি শিক্ষার্থীদের মধ্যে নেপালের মমতা পাখরিন ও নাইজেরিয়ার আব্দুস সামাদ দাহিরু, নতুন শিক্ষার্থীদের মধ্যে সঞ্চিতা ও মো. ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরআইএস/জেডএস