ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আগুনে ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা দিলেন মেয়র আনিসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আগুনে ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা দিলেন মেয়র আনিসুল আগুনে ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা দিলেন মেয়র আনিসুল-ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বাঁশবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর চাঁনমিয়া হাউজিংয়ে অবস্থিত ডিএনসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে মেয়র ক্ষতিগ্রস্ত  মোট ২০৮টি পরিবারের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন।

এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেয়র বলেন, যেকোনো দুর্যোগে আমরা নগরবাসীর পাশে এসে দাঁড়াই। ইতোপূর্বে কড়াইল এবং সাততলা বস্তিতে, এমনকি গুলশান-১ ডিএনসিসি মার্কেটও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রেই আমরা সাধ্যমত ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী ও শামীমা রহমান এবং ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।