ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে চার ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
টাঙ্গাইলে চার ব্যবসায়ীর কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দুটি ফাস্টফুডের দোকানে অনৈতিক কাজে সহযোগিতা করায় চার ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা এ দণ্ডাদেশ দেন।

মুনমুন জাহান লিজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ময়মনসিংহ রোডস্থ সাফী ক্যাফে অ্যান্ড ফাস্টফুড ও বিশ্বাস বেতকা সুপারী বাগান এলাকার রিলেশন ফাস্টফুডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় সাফী ক্যাফে অ্যান্ড ফাস্টফুডে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে চার কিশোর-কিশোরীকে আটক করা হয়।

এছাড়াও অনৈতিক কাজে সহযোগিতা করায় ওই ফাস্টফুডের কর্মচারি কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের হুমায়ন তালুকদারের ছেলে লিটন (৩০), ফজলু মিয়ার ছেলে সানি (২৩) আটক করা হয়।

এদিকে, শিশু শ্রমিক নিয়োগ দেওয়া ও পণ্যের দাম অধিক নেওয়ার অপরাধে রিলেশন ফাস্টফুডের মালিক শহরের পলাশতলী এলাকার গৌড় চন্দ্র নাগের ছেলে সুমন নাগ (৩২) ও রোজ (৩৪) নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ওই চার ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আটক হওয়া চার কিশোর-কিশোরীকে তাদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।