বুধবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় কমিটির আহ্বায়ক মো.মুনাওয়ারুল ইসলাম অলি’র নেতৃত্বে সাত ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে জেলা প্রশাসক অফিসের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। নগরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা প্রশাসক অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের কাছে স্বারকলিপি দেওয়া হয়। এ সময় শিক্ষক নেতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা জালাল আহমেদ খান, ইসরাইল পণ্ডিত, ইউপি সদস্য আল আমিন আকন ও জাহাঙ্গীর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে নদী বেষ্টিত বরিশাল সদরের ৪টি ইউনিয়ন ও বাকেরগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে চন্দ্রদ্বীপ উপজেলা গঠনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান মুনাওয়ারুল ইসলাম অলি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএস/ওএইচ/আরআই