ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
পহেলা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: পহেলা বৈশাখে ইলিশ খাবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির ইতিহাস-ঐতিহ্য স্মরণ করে তিনি বলেন, পহেলা বৈশাখ পালনের সঙ্গে ইলিশের কোনো সর্ম্পক নেই।

বুধবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

নববর্ষ উদযাপনের দিন ইলিশ না খাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমার পাকের ঘরে বলে দেওয়া হয়েছে ইলিশ মাছের কোনো পদ হবে না।

পহেলা বৈশাখ পালনের সঙ্গে ইলিশ মাছ খাওয়ার কোনো সর্ম্পক নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে খিচুড়ি, ডিম ভাজা, মরিচ পোড়া, মাংস ভুনা ইত্যাদি খেতে পারেন। কিন্তু এর সঙ্গে যে ইলিশ বা পান্তা খেতে হবে এ রকম কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, পান্তাভাত খেতে চাইলে মানুষ খেতে পারে। ডিমভাজি, আলু ভর্তা, শুটকি ভর্তা বা অন্য মাছ দিয়েও খেতে পারে।
 

মঙ্গলশোভাযাত্রা নিয়ে বিভান্তির বিষয়ে সর্তক থাকুন
নববর্ষ উদযাপন ও মঙ্গলশোভাযাত্রা নিয়ে যারা বিভান্তি ছড়াচ্ছে তাদের বিষয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলা নববর্ষ ও মঙ্গলশোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই।

শেখ হাসিনা বলেন, এই একটা দিন বাংলাদেশে বসবাসরত সব ধর্মের সব সদস্য এক হয়ে পালন করে। যেহেতু এর সঙ্গে ধর্মীয় আচার-আচরণ, ধর্মীয় অনুভূতি কিছুই নেই। এটা বছরের প্রথম দিনকে উদযাপন করা, বছরটাকে বরণ করে নেওয়া। ব্যবসায়ীরা হালখাতা করে নতুন হিসাব-নিকাশ করে।
 
পহেলা বৈশাখ মোঘল আমল থেকে উদযাপন হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, বাংলা নববর্ষ কোনো ধর্মীয় বিষয় নয়। মঙ্গলশোভাযাত্রাও কোন ধর্মীয় বিষয় নয়। আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ তারই কিছু প্রতিফলন ঘটে এখানে। এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য।

ইরানসহ পৃথিবীর বিভিন্ন দেশে বছরের প্রথম দিন উদযাপনের কথা উল্লেখ করেন তিনি।

শব্দের সঙ্গে ধর্মের কি সর্ম্পক প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, মঙ্গল শব্দটি হিন্দু শব্দ, এটা গ্রহণযোগ্য নয়। যদি আমরা মঙ্গলবার বলি তাহলে কি বলবো এটা হিন্দুবার হয়ে গেছে। মঙ্গলশোভাযাত্রা করলে সেটা হিন্দুয়ানি হবে কীভাবে? যারা এসব কথা বলে তারা কি বুঝে এসব কথা বলে সেটা আমি জানি না।

তিনি বলেন, আমরা পানি বলি। ইন্ডিয়াতেও গিয়ে দেখলাম সেখানে সব হিন্দুরা পানি বলে।

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। যারা বিভ্রান্তি ছড়ায় তাদেরও বলবো এ ব্যাপারে তারা যেন বিভ্রান্তি না ছড়ায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়াকে শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।