ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জঙ্গিবিরোধী মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বগুড়ায় জঙ্গিবিরোধী মানববন্ধন বগুড়ায় জঙ্গিবিরোধী মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে পল্লি-বাংলা সমাজ উন্নয়ন সংস্থা।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আদি কালিবাড়ী হরিবাসর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কবিতা পত্র চাষীর সম্পাদক প্রদীপ মিত্র, আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকোমল সরকার প্রমুখ।

গত বছরের এ দিনে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন সনাতন মোদক। মানববন্ধন থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।

এদিকে, সন্ত্রাসীদের হাতে নিহত সনাতন মোদকের স্মরণে আদি কালিবাড়ী হরিবাসর এলাকায় নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন নিহত সনাতন মোদকের মা সুষমা মোদক ও বাবা সুরাথ মোদকসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমবিএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।