বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আদি কালিবাড়ী হরিবাসর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কবিতা পত্র চাষীর সম্পাদক প্রদীপ মিত্র, আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকোমল সরকার প্রমুখ।
গত বছরের এ দিনে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন সনাতন মোদক। মানববন্ধন থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
এদিকে, সন্ত্রাসীদের হাতে নিহত সনাতন মোদকের স্মরণে আদি কালিবাড়ী হরিবাসর এলাকায় নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন নিহত সনাতন মোদকের মা সুষমা মোদক ও বাবা সুরাথ মোদকসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমবিএইচ/ওএইচ/আরআই