ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে আগুনে ২৭ ঘর পুড়ে ছাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আটোয়ারীতে আগুনে ২৭ ঘর পুড়ে ছাই

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি বাড়িতে আগুন লেগে ১০টি পরিবারের ২৭টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ধামোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেলে ফতেপুর গ্রামের সিরাজুল আলীর বাড়ির পাশের আবর্জনা পোড়ানো স্তুপ থেকে আগুন লাগে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ১০টি পরিবারের ২৭টি ঘর ও ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।  

খবর পেয়ে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা ঘটনাস্থলে যান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২০টি কম্বল, চাল, ডাল ও তৈলসহ একটি করে প্যাকেজ প্যাকেট দেন।

এছাড়া আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারাণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ এক হাজার করে টাকা দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।