ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সাঘাটায় গ্রামবাসীর সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সাঘাটায় গ্রামবাসীর সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২১

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে শহিদুল ইসলাম (৫০), মনুয়া (৬০) সুজন (২২) অমূল্য (৪০) সুরেশ (৩৫), আফছালাল (৪৫), মান্নান (৬৫), ফারুক (২৫), রিপন (৩০), মৃত্যুঞ্জয় (৪০), রামকৃষ্ণ (২২), নয়ন (২১), নিরঞ্জন (৩৩), সুশিল (৫৫), মানিক (৩০), শান্তিবালা (৪৮), সাবিত্রি (৪০), রাধিকা (৩৬), অর্চনা (২৫), পনক (৩২) ও রিপা (০৩)  আহত হয়।

আহতদের মধ্যে শহিদুল ইসলামের দুটি দাঁত ভেঙে গেছে। এছাড়া বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দলদলিয়া গ্রামে বিদ্যুতায়নের কাজ চলছিল। কিন্তু পূর্ববাটী গ্রামের আব্দুল ওয়ারেছ ফকিরের ছেলে আব্দুল মালেক সুজন চন্দ্র ও পরিমল চন্দ্র নামে দুই ব্যক্তির সহযোগিতায় অফিস খরচের কথা বলে গ্রাহক প্রতি সাড়ে চার হাজার টাকা করে হাতিয়ে নেয়। এদিকে বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকরা জানতে পারেন একটি গ্রাহকের জন্য অফিস খরচ মাত্র সাড়ে ছয়শ’ টাকা।

পরে দুপুরে গ্রাহকদের মধ্যে নরেশ ও অমূল্য নামে দুই ব্যক্তির কাছে টাকা নিলেও তাদের মিটার না দিয়ে টালবাহনা করা হয়। একপর্যায়ে আব্দুল মালেক ওই দু’টি মিটারের জন্য সুজন চন্দ্রকে দায়ী করলে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সুজন চন্দ্র ও পরিমল চন্দ্রের পক্ষ নিয়ে গ্রামবাসী দু’ভাগে বিভক্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর থেকে বিকেল পর্যন্ত সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন আহত হয়।
তবে এ ব্যাপারে আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

বোনারপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হাসান বলেন, মিটার প্রতি অফিস খরচ সাড়ে ছয়শ’ টাকা। এক শ্রেণির দালালের খপ্পরে পরে গ্রাহকরা সর্বশান্ত হচ্ছেন। এতে আমাদের কি করার আছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।