ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ধামইরহাটে ৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার জোত ও সমান গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি।

এসময় তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের বিকল্প নেই, দেশের উন্নয়নে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল। ’

এর পর গ্রামবাসীর আয়োজনে আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-পল্লী বিদ্যুতের এ জি এম কামাল হোসেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য নূরজ্জামান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, ওসি রকিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে উপজেলার সিলিমপুর-চৌঘাট ১ কিলোমিটার রাস্তা ও অমরপুরে (বাসিন্দাপাড়া) ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

সবশেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে উপজেলা চন্ডিপুর বাজারে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে হুইপ শহীদুজ্জামান সরকার এমপি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।