বুধবার (১২ এপ্রিল) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন। উৎসব উদযাপনে বেশ কিছু নির্দেশনার কথাও জানান ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বৈশাখের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে সেজন্য যেসব স্থানে বৈশাখের অনুষ্ঠান হবে সে সব স্থানে ও বিনোদন কেন্দ্রে আরএমপি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।
এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে। নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে নগরবাসীকে পরামর্শ অনুসরণেরও অনুরোধ করেন তিনি।
ইফতে খায়ের জানান, বিষয়গুলো জানিয়ে আজ নগরীর ৪টি থানা এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। এগুলো অনুসরণ করতেও বলা হয়েছে।
বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে- উন্মুক্ত স্থানে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা অন্য কোন অনুষ্ঠানে ভুভুজেলাসহ বিরক্তিকর শব্দ সৃষ্টিকারী কিছু বাজানো যাবে না।
মঙ্গল শোভাযাত্রাসহ বৈশাখী সব অনুষ্ঠানে আগত ব্যক্তি কোনো ব্যাগ, অস্ত্র, ছুরি, কাঁচি, পটকা, দাহ্য পদার্থ, ক্ষয়কারক তরল, ব্লেড, নেইল কাটার, দিয়াশলাই, গ্যাস লাইটার বা অনুরূপ কোনো বস্তু বহন না করা। নিজের পরিচয় গোপন করা যায় এমন মুখোশ পড়া যাবে না।
পহেলা বৈশাখে মোটরসাইকেলে চালক তার স্ত্রী/সন্তান ছাড়া অন্য কোনো আরোহী বহন না করা। আশেপাশে বা দৃষ্টিসীমায় কোনো সন্দেহজনক ব্যক্তি, সন্দেহজনক বস্তু/দ্রব্য দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিতে হবে।
এছাড়া যেকোনো প্রয়োজনে থানার ওসি এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।
এজন্য ওসি, বোয়ালিয়া মডেল থানা: ০১৭১৩৩৭৩৩০৯, ওসি, রাজপাড়া থানা: ০১৭১৩৩৭৩৩১০, ওসি, মতিহার থানা: ০১৭১৩৩৭৩৩১৩, ওসি শাহ মখদুম থানা: ০১৭১৩৩৭৩৩১৪, ওসি, ডিবি: ০১৭৬৯৬৯০৫১৯, ট্রাফিক ইন্সপেক্টর-১: ০১৭১৩৩৭৩৩০৬, আরএমপি, পুলিশ কন্ট্রোল রুম: ০১৭৬৯৬৯০৫১৬ এই নম্বরগুলোতে ফোন করা যাবে এবং যে কোনো তথ্য জানানো যাবে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসএস/জেডএস