সম্প্রতি ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) প্রকল্পের অধীনে ১৩৫টি প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে এ অনিয়ম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার (এপ্রিল ১২) দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি শুক্লা সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবীর মাহমুদ, আবু নাঈম খান, মাহমুদুর গালিব, সালমান খান নাঈম প্রমুখ।
উল্লেখ্য, এনএটিপি ফেইজ-২ প্রকল্পের আওতায় ওই পদে গত ১০ এপ্রিলে ৯৫ জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএস/আরআইএস/আরআই ।