ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সালনা এলাকায় ডিপ্লোমেট এ্যাপারেলস প্রাইভেট লিমিটেড কারখানার দুই শতাধিক শ্রমিক সড়কটি অবরোধ করে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন বাংলানিউজকে জানান, ডিপ্লোমেট এ্যাপারেলস প্রাইভেট লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকদের গত মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানায় তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ।

এর আগে তিন বার বেতন পরিশোধের আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। একপর্যায়ে শ্রমিকরা সন্ধ্যায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

এসময় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান।

শ্রমিকরা বলেন, তিন ঘণ্টার মধ্যে কারখানার কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধ না করলে আবারও তারা মহাসড়ক অবরোধ করবেন। শ্রমিকরা ওই এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরএস/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।