বন্যা কবলিত শতাধিক পরিবারে চাল বিতরণ
নেত্রকোনা: সম্প্রতি পূর্বধলায় অতিবৃষ্টিতে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মাসুদা আক্তার এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মাসুদা বাংলানিউজকে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাল বিতরণ শুরু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন বাংলানিউজে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে ১০ কেজি করে চাল দেওয়া হবে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১১০টি পরিবারের সদস্যরা এ সহযোগিতা পাচ্ছেন।
এসময় ইউপি সদস্য মো. আব্দুল লতিফ, মাসুদ রানা সরকার, জরিনা খাতুন, জসদা রাণী দাসসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।