ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

‘মুফতি’ হান্নান-বিপুলের জল্লাদ ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
‘মুফতি’ হান্নান-বিপুলের জল্লাদ ৮ কাশিমপুর ‍কারাগারের সামনের চিত্র- ছবি- দিপু মালাকার

গাজীপুর থেকে: নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘মুফতি’ আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকরে ৮ জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে।

জল্লাদ রাজুর নেতৃত্বে অপর ৭ জল্লাদ হলেন- জল্লাদ হায়দার, জল্লাদ সালাউদ্দিন, জল্লাদ রুমান, জল্লাদ ওয়াসিম, জল্লাদ ইকবাল, জল্লাদ হাবিব মুন্সী ও জল্লাদ সাকু ব্যাপারি।

কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে জঙ্গি ‘মুফতি’ হান্নান ও বিপুলের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

কারাগারের ভেতরে প্রবেশ করেছে দু’টি অ্যাম্বুলেন্স। আসতে শুরু করেছেন কারা অধিদফতর ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা ‘মুফতি’ হান্নান ও বিপুলকে রাখা হয়েছে এ কারাগারের কনডেম সেলে। তাদেরকে একই ফাঁসির মঞ্চে পাশাপাশি ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে বলে নিশ্চিত করেছে কারাসূত্র।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এজেডএস/এসজেএ/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।