ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএসসিসিতে নববর্ষ উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ডিএসসিসিতে নববর্ষ উদযাপন

ঢাকা: হরেক রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (১৪ এ‌প্রিল) করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

এরপর শুদ্ধ বাংলা বানান ও পত্রলিখন প্রতিযোগিতা।

অন্যান্য অনুষ্ঠানের ম‌ধ্যে পহেলা বৈশাখ এবং আবহমান বামলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ের উপর রচনা প্রতিযোগীতা, মেহেদী উৎসব, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ইত্যাদি।

অনুষ্ঠানে করপোরেশনের সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রী-সন্তানসহ অন্যান্য অতিথিরা অংশ নেন।  

এসময় মেয়র সাঈদ খোকন , করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশসময়: ১৫১৬ ঘণ্টা, এ‌প্রিল ১৪, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।