শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নাইম (৩০), শফিক (৩৪), আবদুর রশিদ (৫০), আলামিন (৩৫), জালাল মিয়া (৪০) ও রমজান (২৭)।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) গোলাম রাব্বানী বাংলানিউজকে জানান, দুপুরে মতিঝিলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে আবদুর রশিদের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর চালকসহ বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এজেডএস/এএটি/এসএইচ